• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুটানের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ভারত : নরেন্দ্র মোদী 

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ২১:১৩
করোনা
ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আগামী বছরই ইসরোর সাহায্য ভুটানের উপগ্রহকে (স্যাটেলাইট) মহাকাশে পাঠান হবে। সেই প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। চলতি বছর ডিসেম্বরেই ভুটানের চার স্পেস ইঞ্জিনিয়ার ভারতে আসবেন। তারা খতিয়ে দেখবেন ইসরোর কাজ।

আজ শুক্রবার দ্বিতীয় দফায় 'রুপে কার্ড' উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী একথা বলেন। এতে উপস্থিত ছিলেন ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংও।

মোদী আরও বলেন, ভারত-ভুটান দুটি দেশই শাস্তি প্রক্রিয়া বজায় রাখতে কার্যকরী অবস্থান গ্রহণ করেছে।। দু'টি দেশ নিজেদের মধ্যে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রেও জোর দিয়েছে। উভয় দেশই প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করার বিষয়ে আলোচনা করেছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ভারত বেসরকারি উদ্যোগের জন্য তার মহাকাশ খাত চালু করেছে। এটি ক্ষমতা উদ্ভোবন ও দক্ষতাকে প্রচার করবে।। রুপে কার্ড উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় আন্তর্জাতিক গেটওয়েতে বিএসএনএল-এর সঙ্গে ভুটানের চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড