• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রিটিশ সেনাদের যুদ্ধাপরাধ তদন্তে আফগান মানবাধিকার গোষ্ঠীর আহ্বান 

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ১৮:৪৭
করোনা
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে নিযুক্ত থাকা ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের আহ্বান জানানো হয়েছে। আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার পরিষদ (এআইএইচআরসি) যুক্তরাজ্যের কাছে আজ এ আবেদন জানিয়েছে। এতে ন্যাটো জোটের সৈন্য হিসেবে নিযুক্ত সেনাদের বিরুদ্ধে আফগানদের ওপর কোনো নিপীড়ন বা হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

কাবুলভিত্তিক এ মানবাধিকার সংস্থার প্রতিনিধি শাহারজাদ আকবর কর্তৃক এ আহ্বান জানানো হলো এমন সময় যখন দেশটিতে অবস্থানের সময় অস্ট্রেলিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগটি বেশ আলোচিত হচ্ছে। একটি স্বাধীন তদন্তের মধ্য দিয়ে জানা গেছে, ন্যাটো সদস্য অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর ২৫ জন সেনার বিরুদ্ধে ৩৯ জন আফগান নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে। মূলত এর পরপরই আফগানিস্তান থেকে যুক্তরাজ্যের প্রতিও স্বাধীন তদন্তের আহ্বান জানানো হলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মেয়াদের শেষদিকে আফগানিস্তান থেকে ন্যাটো সামরিক জোটের সেনা প্রত্যাহারের ঘোষণা প্রদান করেন। এর আগে দেশটিতে অবস্থানরত ন্যাটো সৈন্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছিল। এর মধ্যে অস্ট্রেলিয়াই সর্বপ্রথম নিজ দেশের সৈন্য কর্তৃক সংঘটিত অপরাধ বিষয়ে স্পষ্ট বার্তা দিল। এবার যুক্তরাজ্যও সেই আহ্বানে সাড়া দেয় কি না- সেটাই দেখার বিষয়। সূত্র : দ্য গার্ডিয়ান।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড