• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

উগান্ডায় রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৭ 

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ১৮:৪১
করোনা
ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় রাজনৈতিক সহিংসতায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ববি ওয়াইনকে গ্রেপ্তারের পর থেকে উত্তপ্ত হয় দেশটির রাজনীতি। ববি ওয়াইনকে গ্রেপ্তারের পর তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।

চলমান কভিড-১৯ পরিস্থিতিতে বিধিভঙ্গ করে নির্বাচনী প্রচার করছেন ববি ওয়াইন, এমন অভিযোগে বুধবার আটক করা তাকে। এরপরই শুরু হয় সংঘর্ষ। গত এক দশকে এটি দেশটিতে সবচেয়ে বড় রাজনৈতিক সহিংসতা। এখন পর্যন্ত রাজধানী কাম্পালায় বেশ থমথমে অবস্থা বিরাজ করছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। রাজধানীতে বিপুলসংখ্যক সেনা ও পুলিশ দেখা গেছে বলেও জানা যায়।

জানা গেছে, চলমান সহিংসতায় এখন পর্যন্ত ৩৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, ববি ওয়াইনকে এর আগেও বেশ কয়েকবার রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছিল। উল্লেখ্য, পপ তারকা হওয়ার কারণে ববি ওয়াইন দেশটিতে বেশ জনপ্রিয়। আসন্ন নির্বাচনে তার ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে। সূত্র: এপি, বেল মিডিয়া।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড