• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেক্সিকোয় করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়াল 

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ১৭:১৪
করোনা
ছবি : সংগৃহীত

আরও একটি দেশে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা লাখ ছাড়াল। মেক্সিকোর লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এর আগে মৃতের তালিকায় লাখের ঘরে প্রবেশ করেছিল।

শুরু থেকে করোনা পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত মেক্সিকোতে এক লাখ ১০৪ জন মানুষ করোনায় মারা গেছেন।

দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১০ লাখ ১৯ হাজারের বেশি করোনা রোগী। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৬ হাজারের অধিক।

গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯১৮ জন। একই সময়ে মারা গেছেন ৫০২ জন।

মার্চের মাঝামাঝিতে মেক্সিকোতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ব্রাজিলের পর লাতিন আমেরিকায় সবচেয়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয় দেশটিতে।

গত কয়েক মাস ধরে প্রতিদিন শতাধিক মানুষের মৃত্যু ঘটছে। জুনের শুরুতে একদিনে সর্বাধিক এক হাজার ১২৮ জনের মৃত্যুর রেকর্ড গড়ে মেক্সিকো।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড