• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

'ইরানে হামলা হলেই যুদ্ধ বাধবে মধ্যপ্রাচ্যে'

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ১৫:৪৪
'ইরানে হামলা হলেই যুদ্ধ বাধবে মধ্যপ্রাচ্যে'
বিমান হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

নিজেদের সামরিক শক্তি নিয়ে কারও সঙ্গেই কোনো ধরনের আলোচনায় বসবে না ইসলামি প্রজাতন্ত্র ইরান। এমনটাই দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান।

সম্প্রতি আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চান বলে পশ্চিমা গণমাধ্যমে খবর বেরিয়েছে। মূলত এর প্রতিক্রিয়া জানাতে গিয়েই ব্রিগেডিয়ার জেনারেল দেহকান কথাগুলো বলেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন বলে দেশটির দৈনিক নিউ ইয়র্ক টাইমসে খবর প্রকাশিত হয়েছিল। যার প্রেক্ষিতে জেনারেল দেহকান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমিত আকারের ট্যাকটিক্যাল যে কোনো হামলা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্য বা আমেরিকার পক্ষে সে যুদ্ধের ধকল সামলানো সম্ভব নয়।

ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা যুদ্ধ করতে চাই না, এমনকি নিছক গালগল্প করার জন্যও আলোচনায় বসতে আগ্রহী নই।

আরও পড়ুন : পরমাণু চুক্তি নিয়ে বাইডেনকে যে শর্ত দিল ইরান

তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শন সম্পর্কে জেনারেল দেহকান বলেন, আইএইএর পরিদর্শকরা যতদিন ‘গুপ্তচরবৃত্তি’ না করবে ততদিন এ পরিদর্শন চলতে বাধা নেই।

আরও পড়ুন : পাকিস্তানের একাধিক লঞ্চপ্যাডে ভারতীয় সেনাদের আক্রমণ

উল্লেখ্য, পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করে ইরানের সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা বলেন, পশ্চিম এশিয়ায় ইসরায়েলের উপস্থিতি জোরদার যে কৌশলগত ভুল তা একদিন এসব আরব দেশ বুঝতে পারবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড