• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন যুদ্ধ জাহাজকে ‘সমুদ্রের বুকে ছোট্ট শহর’ বলছে ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ১৫:১৯
নতুন যুদ্ধ জাহাজকে ‘সমুদ্রের বুকে ছোট্ট শহর’ বলছে ইরান
আক্রমণের জন্য প্রস্তুত ​​​​​​​যুদ্ধ জাহাজ (ছবি : ইরনা)

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিটে যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ ‘শহীদ রুদাকি’। বিশাল আকৃতির এই জাহাজকে সাগরে ভাসমান এক ছোট্ট শহর বলে অভিহিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্সটুডে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে এই যুদ্ধজাহাজের উদ্বোধন করা হয়। বিশাল এই যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করতে সক্ষম।

সেখানে রয়েছে- থ্রিডি রাডার, জাহাজ থেকে জাহাজে এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা।

এই যুদ্ধজাহাজ দূরবর্তী মহাসাগরে গিয়েও অভিযান চালাতে সক্ষম। বিশাল আকারের হওয়ার কারণে ইরানের এই জাহাজকে সাগরে ভাসমান শহর হিসেবে অভিহিত করা হচ্ছে।

আরও পড়ুন : পরমাণু চুক্তি নিয়ে বাইডেনকে যে শর্ত দিল ইরান

অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ সাগরে ইরানসহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সহযোগিতা দেওয়ার কাজও করবে।

আরও পড়ুন : পাকিস্তানের একাধিক লঞ্চপ্যাডে ভারতীয় সেনাদের আক্রমণ

উল্লেখ্য, ইরানের রয়েছে বিশাল পানিসীমা। এ কারণে দেশটি সামরিক বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি নৌবাহিনীকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড