• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্ক-ইরান-পাকিস্তানসহ ১২ মুসলিম দেশের ভিসা বন্ধ আমিরাতে

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ১১:৪০
তুরস্ক-ইরান-পাকিস্তানসহ ১২ মুসলিম দেশের ভিসা বন্ধ আমিরাতে
আমিরাতের সীমান্তে মোতায়েন পুলিশ সদস্যরা (ছবি : খালিজ টাইমস)

বিশ্বের ১২ মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের মধ্যে পাকিস্তান, ইরান, তুরস্কও রয়েছে। খবরটির সত্যতা এরই মধ্যে স্বীকার করেছে ইসলামাবাদ। পাক সরকার মনে করছে, চলমান করোনার মহামারির কারণে এই সিদ্ধান্ত নিতে পারে আমিরাত।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাফিজ চৌধুরী বলেছেন, আমরা জানতে পেরেছি আমিরাত সাময়িকভাবে পাকিস্তানসহ ১২ দেশকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তবে ইতিমধ্যেই যে ভিসা দেওয়া হয়ে গিয়েছে, সেগুলো আর বাতিল হবে না।

আমিরাতের ভিসা স্থগিতের তালিকায় মুসলিম দেশগুলো হলো- তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া ও আফগানিস্তান। তবে সবক্ষেত্রের ভিসা নাকি কিছু কিছু ক্ষেত্রের ভিসা স্থগিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন : পরমাণু চুক্তি নিয়ে বাইডেনকে যে শর্ত দিল ইরান

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারি শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ নানা নিষেধাজ্ঞা আরোপ করে এবং সীমান্ত বন্ধ করে দেয়। করোনার প্রকোপ কিছুটা কমলে স্বাভাবিক অবস্থায় ফেরাতে শুরু করে। তবে ভাইরাসটির প্রকোপ আবার বাড়তে শুরু করায় নিষেধাজ্ঞা জোরদার করছে বিভিন্ন দেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড