• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার দ্বিতীয় ঢেউ ভ্যাকসিন ছাড়াই মোকাবিলা করতে হবে : ডব্লিউএইচও 

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর ২০২০, ১৪:২০
করোনা
ছবি : সংগৃহীত

করোনার দ্বিতীয় দফার সংক্রমণ (সেকেন্ড ওয়েভ) মোকাবিলা অবশ্যই ভ্যাকসিন ছাড়াই করতে হবে। কারণ এ সময়ের মধ্যে ভ্যাকসিন এসে পৌঁছাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান এ সতর্কবার্তা দিয়েছেন।

বুধবার তিনি আরও বলেন, ভ্যাকসিনকে একক কোনো জাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে জনগণের প্রশ্নোত্তর পর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, যে কোনো জায়গায় উল্লেখযোগ্য পর্যায়ে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ছয় মাস সময় লাগবে।

‘অথচ অনেক দেশে করোনা দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে। আমাদেরকে ভ্যাকসিন ছাড়াই সংক্রমণের চূড়ান্ত মোকাবিলা করতে হবে’ যোগ করেন তিনি।

মাইকেল রায়ান সতর্ক করে আরও বলেন, ‘কেউ কেউ ভ্যাকসিনকেই একমাত্র সমাধান বিবেচনা করছে। কিন্তু আমরা যদি ভ্যাকসিনকেই একমাত্র সমাধান ভাবি তাহলে কভিড-১৯ জিরো পর্যায়ে পৌঁছাবে না।’

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ৫৪ হাজার ৬১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড