• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে রকেট হামলায় ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর ২০২০, ১৩:২৬
ইরাকে রকেট হামলায় ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র
রকেট হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ রকেট হামলার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের দিকে আঙুল তুলেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ নভেম্বর) বাগদাদের মার্কিন দূতাবাস বিবৃতির মাধ্যমে অভিযোগটি করে।

সেখানে বলা হয়, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে বাগদাদের গ্রিন জোনে যেসব রকেট আঘাত হেনেছে তা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো নিক্ষেপ করেছে।

এ দিকে ইরাক সরকার বিবৃতির মাধ্যমে জানায়, মঙ্গলবার রাতে বাগদাদের মধ্যাঞ্চলে কে বা কারা সাতটি রকেট নিক্ষেপ করে। এগুলোর মধ্যে চারটি রকেট নগরীর কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে আঘাত হানে। এতে এক শিশু নিহত ও পাঁচ বেসামরিক ব্যক্তি আহত হয়।

আরও পড়ুন : আফগানিস্তানের ৩৯ নাগরিককে হত্যা করেছে অস্ট্রেলিয়ার সেনারা

উল্লেখ্য, বাগদাদের কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত। বাগদাদস্থ মার্কিন দূতাবাস এবং ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ঘাঁটিতে গত কয়েক মাসে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড