• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদির সাহস থাকলে পরমাণু বোমার ঘোষণা দিক : ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর ২০২০, ০৯:৩৭
সৌদির সাহস থাকলে পরমাণু বোমার ঘোষণা দিক : ইরান
পরমাণু বোমা হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

সৌদি আরব যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএকে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে, তাহলে তাদের সাহস দেখাতে হবে। একই সঙ্গে বিষয়টির জন্য কঠিন মূল্যও পরিশোধ করতে হবে বলে দাবি করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

সম্প্রতি সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের ইরানবিরোধী এক বক্তব্যের জবাবে ভিয়েনায় জাতিসংঘের দফতরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি মন্তব্যটি করেন।

তিনি বলেছিলেন, সৌদি আরবের পরমাণু বোমা বানানোর অভিপ্রায় থাকলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এ কাজ শুরু করুক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে ইরানের এই অভিজ্ঞ কূটনীতিক বলেছেন, নিজের অপরাধ থেকে অন্যের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা এবং ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্ব জনমতকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে প্রতারকদের দু’টি গুরুত্বপূর্ণ কৌশল।

আরও পড়ুন : বাইডেনকে ইরান ইস্যুতে ভয়ঙ্কর সংকটে ফেলে যাচ্ছেন ট্রাম্প!

গরিবাবাদি আল-জুবায়েরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নিজের অপরাধী কার্যকলাপের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না।

এর আগে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের যদি পরমাণু কর্মসূচি বন্ধ করা না হয় তাহলে নিজেকে পরমাণু বোমায় সজ্জিত করার অধিকার সৌদি আরব সংরক্ষণ করবে।

সৌদি কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও আমেরিকার পদাঙ্ক অনুসরণ করে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

আরও পড়ুন : বাগদাদে দফায় দফায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের আঘাত

বিশ্লেষকদের মতে, রিয়াদ এমন সময় উদ্যোগটি নিয়েছে, যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত তার সবগুলো প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড