• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরের শক্তিশালী বোমা হামলায় হতাহত ১২

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর ২০২০, ০৮:৪০
কাশ্মীরের শক্তিশালী বোমা হামলায় হতাহত ১২
কাশ্মীরে গ্রেনেড হামলার শিকার ভারতীয় সেনা সদস্যরা (ছবি : কাশ্মীর টাইমস)

ভারত নিয়ন্ত্রিত ভূস্বর্গ খ্যাত উপত্যকা জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় একদল নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে ছোড়া বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। যদিও এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুধবার (১৮ নভেম্বর) নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পুলওয়ামা জেলার কাকাপোরা চকের পাশের এক সড়কে দিয়ে নিরাপত্তা বাহিনীর একদল সদস্য যাচ্ছিল। এ সময় আচমকা তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারে অজ্ঞাত সন্ত্রাসীরা। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রেনেডটি সড়কেই বিস্ফোরিত হয়।

তবে ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কোনো সদস্য আহত হয়নি বলে নিশ্চিত করেছেন তারা। শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেই বেশিরভাগ আহত হয়েছেন। হতাহতদের সবাইকে পাশের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : বাগদাদে দফায় দফায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের আঘাত

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড