• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০২০, ১৩:৩০
সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩
বিমান হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনী ও সিরিয়ায় মোতায়েন ইরানি কুদস বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল।

বিবৃতির মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় ভোরে তাদের বিমানগুলো সিরিয়ার সেনাবাহিনী ও কুদস বাহিনীর গুদাম, সামরিক স্থাপনা ও সিরিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর আঘাত হানে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান ও সিরিয়ার বাহিনীগুলো ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বিস্ফোরক ডিভাইস পেতেছে। মূলত হামলার পরপরই দেওয়া বিবৃতিতে এমন অভিযোগ করেছে ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে, দামেস্কে ‘ইসরায়েলি আগ্রাসনে’ সামরিক বাহিনীর তিন সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন : বাগদাদে দফায় দফায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের আঘাত

নিজেদের বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) তারা গোলান মালভূমির ইসরায়েলি অংশে আইইডি (বিস্ফোরক ডিভাইস) পেয়েছে যেগুলো ইরানি বাহিনীগুলোর নেতৃত্বে সিরিয়দের একটি ছোট দল পেতে রেখেছিল।

আইইডি পাওয়ার এই ঘটনা ফের সিরিয়ায় ইরানিদের ‘প্রভাব বিস্তারের পরিষ্কার প্রমাণ হাজির করেছে’ বলে বিবৃতিতে বলা হয়েছে।

সিরিয়ায় সম্পন্ন হওয়া সব ক্রিয়াকলাপের দায় সিরিয়ার সরকারের, ইসরায়েল এমনটি মনে করে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা।

আরও পড়ুন : ইরাক-আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

রয়টার্স জানিয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধের পুরোটা সময়জুড়ে যেসব বেসামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে লড়াই করেছে তাদের পরিচালনার ক্ষেত্রে আল কুদস বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড