• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোমালিয়ায় রেস্টুরেন্টে আত্মঘাতী হামলায় নিহত ৬

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০২০, ০৯:১৬
সোমালিয়ায় রেস্টুরেন্টে আত্মঘাতী হামলায় নিহত ৬
আত্মঘাতী হামলায় বিধ্বস্ত রেস্টুরেন্টের ধ্বংসাবশেষ (ছবি : প্রতীকী)

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। কে বা কারা হামলাটি চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। খবর রয়টার্সের।

স্থানীয় পুলিশের মুখপাত্র সাদিক আলী জানান, মোগাদিসু বন্দরের নিকটবর্তী পুলিশ অ্যাকাডেমির কাছে একটি রেস্টুরেন্টে বোমা হামলাটি চালানো হয়।

এতে হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী জানান, বিস্ফোরণের পর পুলিশ গুলি ছুড়েছিল।

তিনি জানিয়েছে, বোমা বিস্ফোরণের পর তিনি রেস্টুরেন্ট থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেন।

আরও পড়ুন : সাইপ্রাসকে দুটি আলাদা রাষ্ট্র বানাতে চান এরদোগান

মোহামুদ আহমেদ নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ভারী বৃষ্টির কারণে বহু মানুষ ওই রেস্টুরেন্টের ভেতর আশ্রয় নিয়েছিলেন।

তিনি বলেছিলেন, আমি চা খাচ্ছিলাম। এরমধ্যেই বিস্ফোরণ ঘটে। এরপর কী হয়েছে আমি জানি না। বিস্ফোরণের পর আমার হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন : আজারবাইজানকে নিরাপত্তা দিতে সেনাবাহিনী পাঠাচ্ছেন এরদোগান

উল্লেখ্য, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি গোষ্ঠী আল শাবাব সরকার পতনের লক্ষ্যে মোগাদিসুসহ সোমালিয়ার বিভিন্ন স্থানে এ ধরনের হামলা চালিয়ে থাকে। আফ্রিকার দেশটিতে ইসলামি শরিয়া আইন জারি করতে চায় বলে দাবি এ সশস্ত্র গোষ্ঠীর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড