• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ ছাড়লেন আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২০, ০৮:৫৫
পদ ছাড়লেন আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রী
সদ্য পদত্যাগী আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রী জোহরাব নাতসিকানিয়ান (ছবি : ফ্রান্স ২৪)

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধ অবসানে আজারবাইজানের যুদ্ধবিরতি স্বাক্ষরের জেরে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রী জোহরাব নাতসিকানিয়ান। গত সপ্তাহে ওই চুক্তি স্বাক্ষরের পর নিজ দেশে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে আর্মেনিয়ার সরকার।

সোমবার (১৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ফেসবুক পোস্টে মন্ত্রীর পদত্যাগের কথা জানান। তারপরও প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের ওপর সরে যাওয়ার চাপ বৃদ্ধি অব্যাহত রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ। কিন্তু সেখানে বসবাস ছিল আর্মেনীয় জনগোষ্ঠীর মানুষদের। সেখানে নিজেদের বিচ্ছিন্নতাবাদী সরকারও প্রতিষ্ঠা করেছিল তারা।

সম্প্রতি তারই জেরে ছয় সপ্তাহ ধরে যুদ্ধ হয়েছে সেখানে। শেষ পর্যন্ত যুদ্ধে আর্মেনিয়া পর্যুদস্ত হয়ে পড়লে রাশিয়ার হস্তক্ষেপে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিদেশীয় চুক্তিতে আর্মেনিয়াকে কারাবাখের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ আজারবাইজানের হাতে ছেড়ে দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : ইরাক-আফগানিস্তান থেকে আরও সেনা ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

গত ছয় সপ্তাহের যুদ্ধে আর্মেনিয়ার দুই হাজার তিনশ’রও বেশি সরকারি চাকুরিজীবীর মৃত্যুর পর ওই চুক্তি স্বাক্ষর করায় প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তীব্র চাপের মুখে পাশিয়ান কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছেন।

তিনি দাবি করেছেন, আজেরি সামরিক বাহিনী আরও অগ্রসর হওয়ায় আরও ক্ষতি এড়াতে এবং মানুষের জীবন রক্ষার স্বার্থে চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন। বিক্ষোভ সত্ত্বেও প্রধানমন্ত্রীর পদে থাকার ঘোষণা দিয়ে দেশে স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গত শনিবার আর্মেনিয়ার ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস সাবেক কর্মকর্তাদের একটি গ্রুপকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : সাইপ্রাসকে দুটি আলাদা রাষ্ট্র বানাতে চান এরদোগান

এরপরও দেশটিতে আরও অস্থিতিশীলতার বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। রাজধানী ইয়েরেভানের রিজিওনাল স্টাডিজ সেন্টারের রিচার্ড গির্গাগোসিয়ান বলেন, ক্ষতির তীব্রতা ও মাত্রা সম্পর্কে জনগণকে প্রস্তুত করতে সরকার খুব সামান্য উদ্যোগ নেয়। উত্তেজনা দীর্ঘতর হচ্ছিল এবং দুর্ভাগ্যজনকভাবে অভ্যন্তরীণ পরিবেশ ক্রমেই অশান্ত হয়ে উঠছে।