• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই বিক্ষোভকারীর মৃত্যুর পর পেরুর প্রেসিডেন্টের পদত্যাগ

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০২০, ১১:৩০
দুই বিক্ষোভকারীর মৃত্যুর পর পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগ
পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দিচ্ছেন ম্যানুয়াল মেরিনো (ছবি : রয়টার্স)

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়াল মেরিনো পদত্যাগ করেছেন। সরকারবিরোধী আন্দোলনে দুই বিক্ষোভকারীর মৃত্যুর পর রবিবার (১৫ নভেম্বর) তিনি পদত্যাগ করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দায়িত্ব গ্রহণের এক সপ্তাহেরও কম সময়ের মাথায় পদত্যাগ করেছেন ম্যানুয়াল মেরিনো। মাত্র পাঁচ দিন অফিস করেছেন তিনি।

ম্যানুয়াল মেরিনোর পদত্যাগের দাবিতে বিক্ষোভের একদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। চলমান বিক্ষোভ দমনে অ্যাকশনে গিয়েছিল পুলিশ। তবে দুই বিক্ষোভকারী নিহত এবং আরও কয়েক ডজন আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন মেরিনো।

সমালোচনার মুখে রবিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ম্যানুয়াল মেরিনো বলেন, পুরো দেশকে জানাতে চাই যে, আমি পদত্যাগ করছি।

আরও পড়ুন : সাইপ্রাসকে দুটি আলাদা রাষ্ট্র বানাতে চান এরদোগান

নিজের পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দেশবাসীর প্রতি শান্তি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ম্যানুয়াল মেরিনো। তার পূর্বসূরি মার্টিন ভিজকারার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলে তাকে অপসারণের পক্ষে রায় দেয় দেশটির বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেস। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ভিজকারা।

ভিজকারার পদত্যাগের পর দায়িত্ব নিয়ে বিক্ষোভের মুখে পড়েন ম্যানুয়াল মেরিনো। আন্দোলনকারীরা বলছেন, পার্লামেন্টারি ক্যু-র মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন মেরিনো। ফলে তার পদত্যাগের দাবিতে রাজপথে জোরালো অবস্থান নেয় তারা।

আরও পড়ুন : তুরস্কের ঐতিহাসিক ভ্যানিকয় মসজিদে আগুন

শনিবার (১৪ নভেম্বর) রাত পর্যন্ত বিক্ষোভ মোটা দাগে শান্তিপূর্ণ ছিল। তবে এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। দায়িত্ব গ্রহণের পাঁচ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন ম্যানুয়াল মেরিনো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড