• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের আইসোলেশনে বরিস জনসন

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০২০, ০৯:৫৫
ফের আইসোলেশনে বরিস জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (ছবি : রয়টার্স)

আবারও সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে বিবিসি নিউজ তার আইসোলেশনে যাওয়ার খবরটি জানিয়েছে।

এর আগে প্রাণঘাতী করোনা আইরাসের প্রথম ঢেউয়ে কয়েক মাস পুরো যুক্তরাজ্য যখন পর্যুদস্ত তখন করোনায় আক্রান্ত হন বরিস জনসন। আশঙ্কাজনক অবস্থায় এক পর্যায়ে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দেন তিনি।

বরিস জনসন ক্ষমতায় এসেছিলেন যুক্তরাজ্যের ব্রেক্সিট যে কোনো উপায়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে। নো ডিল ব্রেক্সিটের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি দীর্ঘদিন ধরেই। কিভাবে হবে, সে নিয়ে তিনি বরাবরই রহস্য রেখে গেছেন।

বরিস যখন মোটামুটি ব্রেক্সিট নিয়ে আবার মাঠে তখন গত শনিবার পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ডোমিনিক কামিংস। সরকারের পেছনের সারির মন্ত্রীরা এখনো বলছেন, ব্রেক্সিট নিয়ে জটিলতা কাটিয়ে উঠার সময় শেষ হয়ে যায়নি।

আরও পড়ুন : সাইপ্রাসকে দুটি আলাদা রাষ্ট্র বানাতে চান এরদোগান

উল্লেখ্য, ডোমিনিকের পদত্যাগকে সরকার পুনঃগঠনের এক ধরনের সুযোগ হিসেবেও আখ্যায়িত করছেন কোনো কোনো বিশ্লেষক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড