• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে হার মানলেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০২০, ০৮:৩৭
অবশেষে হার মানলেন ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের জয়ী হওয়ার কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি এবারও ভোট কারচুপির অভিযোগ করতে ছাড়েননি। ট্রাম্পের অভিযোগ, নির্বাচনে জালিয়াতি করেই জো বাইডেন জিতেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার (১৫ নভেম্বর) টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প অভিযোগটি করেন। সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ট্রাম্পকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন বাইডেন। ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর থেকেই নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন ট্রাম্প।

যদিও রবিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে টুইট বার্তায় বাইডেনের নাম উল্লেখ না করে ট্রাম্প বলেন, তিনি জিতেছেন, তবে নির্বাচনে জালিয়াতি করে।

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নির্বাচনে কোনো নির্বাচনি পর্যবেক্ষক ছিল না। ভোট গণনা করেছে কট্টর বামপন্থি ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান ডমিনিয়ন, যাদের বিরুদ্ধে অনেক দুর্নাম রয়েছে। তাদের সরঞ্জামগুলো খুবই বাজে, যা টেক্সাসের ভোট গণনার জন্যেও যথাযথ ছিল না।

আরও পড়ুন : 'জো বাইডেন আমার বউ চুরি করেছে'

এবার গণমাধ্যমেরও ওপরও বেজায় চটেছেন ট্রাম্প। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জো বাইডেনকে অন্যায়ভাবে জিতিয়ে দিতে ভুয়া মিডিয়া ভূমিকা রেখেছে। আমি কিছুই মানি না।

প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে বিশাল ব্যবধানে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ইলেক্টোরাল ভোটে বাইডেনের চেয়ে অনেক পিছিয়ে আছেন তিনি। কিন্তু কোনোভাবেই পরাজয় স্বীকার করছিলেন না ট্রাম্প। তার পরিবারের সদস্যরা তাকে এ বিষয়টি বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। শুরু থেকেই বার বার ট্রাম্প দাবি করছেন, তিনিই জয়ী হয়েছেন।

আরও পড়ুন : জো বাইডেন : যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম সিনেটর থেকে প্রবীণতম প্রেসিডেন্ট

ট্রাম্পের এমন আচরণের বিষয়ে জো বাইডেন বলেছিলেন, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এটি একটি বিব্রতকর বিষয়। ইতোমধ্যে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন জো বাইডেন। তিনি জোর দিয়ে বলেছেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর বন্ধ করতে পারবে না।

গত শনিবার ব্যাটল গ্রাউন্ড নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় ভোটের গণনা আর পুনর্গণনা পর্ব শেষ হয়েছে। ফলাফলে ইতোমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজে জয় পেয়েছেন। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী তথা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ২৩২টি ভোট।

আরও পড়ুন : কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার মূল হোতা গ্রেপ্তার

তবে এখনো সরকারিভাবে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হয়নি। এ দিকে ডোনাল্ড ট্রাম্পও নিজের পরাজয় এখনো স্বীকার করে নেননি। জালিয়াতির অভিযোগ তুলছেন তিনি। তবে ৫৩৮ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ২৭০ আগেই ছুঁয়ে ফেলায় জয়ী ঘোষিত হন জো বাইডেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড