• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইথিওপিয়ায় বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৪

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর ২০২০, ২১:৪২
করোনা
ছবি : সংগৃহীত

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় ৩৪ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। দেশটির পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে এ হামলা চালানো হয় বলে খবর মিলেছে। হামলা সংঘটিত হওয়ার এলাকায় বেশ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দেশটির মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় হতাহতের সংখ্যা ৩৪ জন কিন্তু এর পরিমাণ বাড়তে পারে। এ ঘটনাটি ঘটেছে দেশটির সংঘাতপূর্ণ এলাকায়ই। কয়েকদিন আগে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ তিগ্রে অঞ্চলের বিদ্রোহীদের দমন করতে সেনা অভিযান শুরু করেন। ওই প্রদেশের রাজধানী মেকেলের নিকটবর্তী বেনিশাংগুল-গুমুজ এলাকায় এ ঘটনা ঘটে।

এর মধ্যে কয়েক দিন ধরে চলা সংঘাতে শরণার্থী সংকট তৈরি হয়েছে এবং সংঘাত ক্রমেই বাড়ছে। তবে এই ঘটনায় আবি আহমেদের প্রতিপক্ষ টিপিএলএফ যোদ্ধারা জড়িত কি না তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। উল্লেখ্য, চলতি নভেম্বর মাসের প্রায় শুরুতে প্রধানমন্ত্রী আবি আহমেদ তিগ্রে প্রদেশের বিদ্রোহীদের দমন করতে সেনা অভিযান শুরু করেন। সূত্র: গালফ নিউজ, দ্য স্ট্রেইটস টাইমস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড