• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেক্সিকোয় করোনা শনাক্ত ১০ লাখ ছাড়াল

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর ২০২০, ২০:১৮
করোনা
ছবি : সংগৃহীত

মেক্সিকোয় নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা লাখ ছুঁইছুঁই।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ডট ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা পর্যন্ত মেক্সিকোতে ১০ লাখ ৩ হাজার ২৫৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আগের দিন নতুন করে শনাক্ত হয়েছে সাড়ে ৫ হাজারের বেশি।

করোনায় মৃত্যুর সংখ্যায় মেক্সিকো শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ৯৮ হাজার ২৫৯ জন। শনিবার নতুন করে মারা যায় ৫৬৮ জন।

মৃত্যুর সংখ্যার তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পরে চতুর্থ এবং সংক্রমণের সংখ্যায় বিশ্বের ১১তম অবস্থানে রয়েছে মেক্সিকো।

সংক্রমণ রোধে গত ২৩ মার্চ দেশটি জুড়ে লকডাউন ঘোষণা করে সরকার। যদিও পরবর্তীতে জরুরি অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করা হয়।

এদিকে গত সপ্তাহজুড়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে রেস্তোরাঁ, সিনেমা হল ও জিমে ফের বিধিনিষেধ আরোপ করা হয়।

রাজধানী মেক্সিকো সিটিতে মেয়র ক্লদিয়া সেইনবাউন শুক্রবার ১৫ দিনের জন্য বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড