• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুশ সামরিক ঘাঁটিতে ৩ সেনাকে হত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০২০, ১৩:৫৪
রুশ সামরিক ঘাঁটিতে ৩ সেনাকে হত্যা
সামরিক ঘাঁটিতে মোতায়েন সেনা সদস্যরা (ছবি : রয়টার্স)

রাশিয়ার একটি সামরিক ঘাঁটিতে এক কর্মকর্তাকে কুড়াল দিয়ে এবং অপর দুই জনকে গুলি চালিয়ে হত্যার পর পালিয়ে গেছে দেশটির এক সেনা সদস্য। তদন্তকারীরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় ভরোনেজ শহরের কাছে এক ঘাঁটিতে ঘটনাটি ঘটে। পালিয়ে যাওয়া সদস্য প্রাইভেট অ্যান্তন মাকারোভের খোঁজে তল্লাশি শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) প্রাইভেট অ্যান্তন মাকারোভ এক কর্মকর্তাকে কুড়াল দিয়ে হত্যার পর তার পিস্তল ছিনিয়ে নেন। এরপর আর তা দিয়ে গুলি ছুড়ে বাকি দুই সেনা সদস্যকে হত্যা করা হয় বলে ধারণা করছেন তদন্তকারীরা। ঘটনার সময় চতুর্থ আরেক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রুশ সেনাবাহিনীর তদন্ত কমিটি (এসকে) জানিয়েছে, পলাতক সেনা সদস্যের খোঁজে বাল্টিমোর বিমানঘাঁটিতে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন : চাঞ্চল্যকর ছবি প্রকাশ, ডোকলামে নয়া টানেল চীনের

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, পলাতক সেনা সদস্যকে খুঁজতে ওমোন ও সোবোর নামের বিশেষ বাহিনীর শত শত সদস্য তল্লাশি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : ইসরায়েলে আঘাত হানতে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের ভিডিয়ো প্রকাশ ইরানের

যদিও ওই সেনা সদস্য কেন হামলাটি চালিয়েছে এখন পর্যন্ত তা স্পষ্ট নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড