• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুদ্ধ বন্ধে আজারবাইজানের শর্ত মেনে চুক্তিতে গেল আর্মেনিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০২০, ১০:২২
যুদ্ধ বন্ধে আজারবাইজানের শর্ত মেনে চুক্তিতে গেল আর্মেনিয়া
রণক্ষেত্রে বিশ্রামরত সেনা সদস্যরা (ছবি : প্রতীকী)

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে এরই মধ্যে গুরুত্বপূর্ণ এক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজান।

আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধে আমি রাশিয়া ও আজারবাইজানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। যদিও সে চুক্তি আমাদের জনগণের জন্য ভীষণ বেদনাদায়ক।

বিতর্কিত এলাকায় নাগোরনো-কারাবাখ নিয়ে বেশ কিছুদিন ধরেই আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) আজেরি সেনাবাহিনী কৌশলগত শহর শুশা দখলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ফেসবুক পেজে চুক্তির বিষয়টি জানান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : সীমান্তে আসতেই রুশ হেলিকপ্টারে মুহুর্মুহু গোলাবর্ষণ আজারবাইজানের

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, ব্যক্তিগতভাবে এবং আমাদের সবার জন্য আমি কঠিন, অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমি রাশিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি ঘোষণাপত্রে সাক্ষর করেছি।

আরও পড়ুন : প্রতিরক্ষা সচিবকে বরখাস্ত করে ক্ষমতায় থাকার জানান দিলেন ট্রাম্প

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিজেভ বলেছেন, আমাদের দেওয়া বেশকিছু শর্ত মেনে আর্মেনিয়া গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষর করেছে। এর ফলে কোনো ধরনের রক্তপাত ছাড়াই আমরা আমাদের এলাকা ফেরত পাব।