• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে আসতেই রুশ হেলিকপ্টারে মুহুর্মুহু গোলাবর্ষণ আজারবাইজানের

  আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০২০, ০৮:৫৮
সীমান্তে আসতেই রুশ হেলিকপ্টারে মুহুর্মুহু গোলাবর্ষণ আজারবাইজানের
হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ করা হচ্ছে (ছবি : প্রতীকী)

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে রাশিয়ার একটি মিলিটারি হেলিকপ্টারকে গুলি করে বিধ্বস্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, এর জেরে দুজন ক্রু মেম্বারের মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও একজন। সোমবার (৯ নভেম্বর) এমআই-৪৪ মডেলের হেলিকপ্টারটি আজারবাইজানের সীমান্ত এলাকায় একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা হামলার সম্মুখীন হয়।

সীমান্তে আসতেই মুহুর্মুহু এই হামলার ঘটনায় এরই মধ্যে রাশিয়ার কাছে দুঃখ প্রকাশ করেছে আজারবাইজান। বিবৃতির মাধ্যমে জানানো হয়, এটি নেহাতি একটি দুর্ঘটনা। মস্কোর বিরুদ্ধে আঘাত হানার কোনো উদ্দেশ্য ছিল না।

চলতি মাসেই শত্রু পক্ষের আরও কয়েকটি যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে আজারবাইজান। এ নিয়ে মোট তিনটি যুদ্ধবিমানকে ভূপাতিত করল আজেরি সেনারা।

আরও পড়ুন : হোয়াইট হাউস ছাড়লেই ট্রাম্পকে তালাক দেবেন মেলানিয়া!

উল্লেখ্য, নাগোরনো-কারাবাখে বিতর্কিত এলাকা কার এই নিয়ে প্রায় দেড় মাস আগে যুদ্ধ শুরু হয় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে।

আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা তুলে নিবেন বাইডেন!

গত ২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে। ১০ অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তুমুল সংঘাতে জড়ায়।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর