• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহাকাশে ১০টি শক্তিশালী উপগ্রহ উৎক্ষেপণ ভারতের

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০২০, ১০:০৭
মহাকাশে ১০টি শক্তিশালী উপগ্রহ উৎক্ষেপণ ভারতের
মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণ করছে ভারত (ছবি : দ্য হিন্দু)

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারির মধ্যেই সফলতার সঙ্গে মহাকাশে অত্যাধুনিক আবহাওয়া আর্থ ইমেজিং স্যাটেলাইট (ইওএস-০১) ও বিদেশি নয়টি আন্তর্জাতিক উপগ্রহসহ একসঙ্গে ১০টি স্যাটেলাইট প্রেরণ করেছে ভারত।

পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি রকেটে করে শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উপগ্রহটি পাঠায় ভারতের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

দেশটির দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার কেন্দ্র থেকে শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে এটি পাঠানো হয়। স্যাটেলাইটটি পাঠানোর ২০ মিনিটের মধ্যে অরবিটে যুক্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন : হোয়াইট হাউস ছাড়লেই ট্রাম্পকে তালাক দেবেন মেলানিয়া!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বলেন, সফল এই উৎক্ষেপণের জন্য ইসরো ও ভারতীয় স্পেশ ইন্ডাস্ট্রিকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিজ্ঞানীরা সময়ের বিরুদ্ধে লড়ে যেটাকে সফল করে তুলেছেন।

মহাকাশ সংস্থা ইসরো জানায়, ইওএস-০১ একটি পর্যবেক্ষণ উপগ্রহ যা কৃষিক্ষেত্র, বনজ এবং দুর্যোগ পরিচালনার সহায়তার ক্ষেত্রে প্রয়োগের জন্য তৈরি হয়েছে।

আরও পড়ুন : বাইডেনের জয়ে এখনো অনেক বিশ্বনেতাই নীরব

উল্লেখ্য, প্রায় ছয় বছর আগে ভারত একক মিশনে মহাকাশে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাসের জন্ম দিয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড