• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘আমেরিকা ধ্বংস হোক’ ধ্বনিতে প্রকম্পিত ইরানি সংসদ

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর ২০২০, ০৮:৪৩
‘আমেরিকা ধ্বংস হোক’ ধ্বনিতে প্রকম্পিত ইরানি সংসদ
ইরানের সংসদে উপস্থিত আইনপ্রণেতারা (ছবি : ইরনা)

মার্কিন সাম্রাজ্যবাদী নীতির প্রতি ঘৃণা প্রকাশ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদে ‘আমেরিকা ধ্বংস হোক’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটিতে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস পালন করা হবে।

এ জন্য সোমবার (২ নভেম্বর) ইরানের সব সংসদ সদস্যই মার্কিন আগ্রাসী ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।

অধিবেশনে ডেপুটি স্পিকার আমির হোসেন কাজিযাদেহ হাশেমি বলেন, ফার্সি ১৩ অবন হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকার পরাজয়ের দিন। ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদী আমেরিকার শত্রুতা ও বিদ্বেষের নীতিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে প্রার্থীই জিতুক মৌলিক কোনো পার্থক্য নেই।

তিনি বলেছিলেন, ইরানিরা এটা ভালো করেই জানে যে, বিভিন্ন জাতি বিশেষ করে আমাদের বিরুদ্ধে আমেরিকা যে নীতি অনুসরণ করছে তাতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না।

আরও পড়ুন : ইসলাম অবমাননা ইস্যুতে ভারতীয়রা কেন ফ্রান্সের পক্ষে?

উল্লেখ্য, ইরানে মঙ্গলবার সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী পালন করা হবে। ১৯৭৯ সালের ফার্সি ১৩ অবন (৩ নভেম্বর) তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস নিয়ন্ত্রণে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র।

আরও পড়ুন : ক্ষোভ বাড়ছেই, বাংলাদেশসহ মুসলিম বিশ্বে ফরাসিদের বিশেষ সতর্কতা

মার্কিন দূতাবাস থেকে বিপ্লব বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে এটা নিশ্চিত হওয়ার পর এ পদক্ষেপ নেন তারা। দূতাবাস থেকে তারা গুপ্তচরবৃত্তির বিপুল সনদও উদ্ধার করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড