• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এরদোগানের ঘনিষ্ঠ দুই কর্মকর্তা করোনায় আক্রান্ত

  আন্তর্জাতিক ডেস্ক

০১ নভেম্বর ২০২০, ১২:১৩
এরদোগানের ঘনিষ্ঠ দুই কর্মকর্তা করোনায় আক্রান্ত
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান (ছবি : বিবিসি নিউজ)

ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, আমার মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে। তাই আমি চিকিৎসা নিতে শুরু করেছি। যদিও তিনি ঠিক কতদিন ধরে অসুস্থ রয়েছেন এখন পর্যন্ত তা জানা যায়নি।

এর কয়েক ঘণ্টা পরেই নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তিনি বলেছিলেন, গত সোমবার অসুস্থ বোধ করার পর আমি, আমার স্ত্রী ও মেয়ের সবার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তাই আমাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, তারা সকলেই এখন কিছুটা ভালো বোধ করছেন।

আরও পড়ুন : মহানবী (সা.)কে কটূক্তি করায় এবার বেলজিয়ামে শিক্ষক বরখাস্ত

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগানের কাছে নিয়মিত যাতায়াত রয়েছে এই দুই শীর্ষ কর্মকর্তার।

এ দিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা দাবি করেছেন, তুরস্কে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ২১৩ জন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৭৫ জনের।

আরও পড়ুন : তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ ভিডিয়ো

এবার দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৫ হাজার ৩৬৭ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড