• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভ্যাকসিন উৎপাদনে যে সমস্যার কথা জানালেন পুতিন 

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ অক্টোবর ২০২০, ২২:২১
করোনা
ছবি : সংগৃহীত

সরঞ্জামের সহজলভ্যতার সমস্যাজনিত কারণে রাশিয়া কভিড-১৯ ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিনিয়োগকারী ফোরামে ভিডিও লিঙ্কের মাধ্যমে কথা বলার সময় এ কথা জানান তিনি। তবে বছরের শেষ দিকে গণটিকাদান কর্মসূচি চালু করার ব্যাপারে আশাবাদী পুতিন।

রাশিয়া বর্তমানে ৪০ হাজার লোকের ওপরে পরীক্ষামূলক করোনার ভ্যাকসিন স্পুটনিক-ভি -এর ট্রায়াল চালাচ্ছে। এরই মধ্যে ফ্রন্টলাইন কর্মী ও মস্কো শহরের বাসিন্দাদের মধ্যে টিকা দেওয়া শুরু করেছে। তবে খুব অল্প সংখ্যক মানুষের শরীরে। ভ্লাদিমির পুতিন বলেছেন, এখন একটিই প্রশ্ন রয়েছে। আর এটি হলো সরবরাহ বা প্রয়োজনীয় পরিমাণে ভ্যাকসিন উৎপাদন।

দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডেনিস মন্তুরভ বলেছেন, মস্কোর লক্ষ্য হলো এই মাসে তিন লাখ ডোজ ভ্যাকসিন উৎপাদন করা। তারপর নভেম্বরে আট লাখ আর ডিসেম্বরে দেড় মিলিয়ন ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্য রয়েছে। সূত্র: রয়টার্স।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড