• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাজমহলকে শিবমন্দির দাবি করে পূজা শুরু করল হিন্দুরা

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, ১৬:৫২
ভারত

তাজমহলকে শিব মন্দির দাবি করার পর ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের এক কর্মী তাজমলহলের ভিতরে ঢুকে গেরুয়া পতাকা নিয়ে আর শিবের আরাধনা করে। এ কারণে তাজমহলের সুরক্ষা ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানা যায়।

ভারতের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙ্গে রামমন্দিরের নির্দেশের পর থেকেই একের পর এক মুসলিম স্থাপত্যকে নিজেদের পূর্ববর্তী ধর্মীয় উপাসানালয় বলে দাবি করতে থাকে হিন্দুত্ববাদীরা। হিন্দু জাগরণ মঞ্চের যুব জেলা সভাপতি গৌরব ঠাকুর দাবি করেন যে, তাজমহল মমতাজ বেগমের স্মৃতিসৌধ না। সেটি ভগবান শিবের প্রাচীন মন্দির।

এবার তাজমহলের ভেতরে গৌরব ঠাকুরের আরাধনার ভিডিও করে প্রকাশিত হয়। তিনি জানান, তাজমহলে এর আগেও শিব আরাধনা করেছেন, আর আগামী দিনেও করবেন। ভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, গৌরব ঠাকুর প্রায় পাঁচবার তাজমহলের ভিতরে গেরুয়া পতাকা তুলে শিব আরাধনা করেছেন।

উনি জানায়, তাজমহলের সত্যতা সবার সামনে আসা উচিৎ। উনি বলেন যে, শাহজাহান দ্বারা বানানো এই তাজমহল কোনো ভালোবাসার চিহ্ন নয়, এটি হল হিন্দুদের আস্থার কেন্দ্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড