• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদির বিমানবন্দরে হুথিদের ভয়ঙ্কর ড্রোন হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, ০৯:০১
সৌদির বিমানবন্দরে হুথিদের ভয়ঙ্কর ড্রোন হামলা
ড্রোন হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোনের সাহায্যে ভয়ঙ্কর রকমের আক্রমণ চালিয়েছে। সৌদি জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা এমন হামলাটি চালায়।

সোমবার (২৬ অক্টোবর) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এই ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেন। খবর আল-জাজিরার।

তিনি বলেছিলেন, হামলায় ইয়েমেনে তৈরি এক স্কোয়াড্রোন সামান্দ-৩ ড্রোন ব্যবহার করা হয়েছে। জেনারেল সারিয়ির মতে, অত্যাধুনিক ড্রোনগুলো প্রত্যাশিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে।

আরও পড়ুন : সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ৭৮ তুর্কি যোদ্ধা নিহত

ইয়েমেনি সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, সৌদি আরবের সামরিক আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের মুখে এ ধরনের হামলার পুরো অধিকার ইয়েমেনি সামরিক বাহিনীর রয়েছে।

আরও পড়ুন : উত্তেজনা বাড়িয়ে আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধে সেনা পাঠাল ইরান

উল্লেখ্য, সোমবার দিনের প্রথম ভাগে হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালায়। ভয়ঙ্কর সেই অভিযানে ইয়েমেনে তৈরি কাসেফ-২ কমব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেনারেল সারিয়ি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড