• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্তেজনা বাড়িয়ে আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধে সেনা পাঠাল ইরান 

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর ২০২০, ০৯:০১
উত্তেজনা বাড়িয়ে আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধে সেনা পাঠাল ইরান 
সীমান্তে মোতায়েন ইরানি সেনা সদস্যরা (ছবি : ইরনা)

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান যুদ্ধের মাঝেই সীমান্তে নিজেদের সেনা মোতায়েন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির ইসলামি বিপ্লবের গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল বিভাগের মেকানাইজড ব্রিগেডকে অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে।

আইআরজিসির পাঠানো বিবৃতির বরাতে সেপাহ নিউজ জানিয়েছে, রবিবার (২৫ অক্টোবর) এসব সেনা মোতায়েন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের খোদা আফারিন ও জুলফা এলাকায় ট্যাংক এবং অন্যান্য আর্টিলারি সরঞ্জামাদিসহ ইমামেজামান মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা রক্ষার চিন্তা থেকেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন : এরদোগানের প্রশংসায় পঞ্চমুখ ইসলামিক জিহাদ গ্রুপ

সশস্ত্র সংগঠনটির একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সীমান্ত এলাকার সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই এসব সেনা মোতায়েন করা হয়।

আরও পড়ুন : মাথা নোয়াল ফ্রান্স, আরব দেশগুলোকে পণ্য বয়কট বন্ধের আর্জি

গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত সেখানে পাঁচ হাজারে বেশি মানুষ মারা গেছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন।