• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এরদোগানের অপমান সইতে না পেরে চটেছেন ফরাসি প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর ২০২০, ১৫:০৮
এরদোগানের অপমান সইতে না পেরে চটেছেন ফরাসি প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো (ছবি : রয়টার্স)

ইসলাম ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উদ্দেশ্য করে অপমানসূচক মন্তব্য করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। মূলত এর পরপরই ফ্রান্সে অবস্থানরত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ফরাসি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কয়েকদিন আগে মহানবী হযরত মোহাম্মদ (স.)এর ব্যঙ্গচিত্র ব্যবহার করে ক্লাসে শিক্ষাদান করা ইতিহাসের একজন শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদ করে এক চেচেন যুবক। মূলত এ ঘটনায় উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে লড়াই করতে এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, ফ্রান্স ব্যঙ্গচিত্র ত্যাগ করবে না।

এর জবাবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান।

তিনি বলেছিলেন, ইমানুয়েল ম্যাক্রো কার্যত মানসিক রোগী। তার মানসিক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন।

আরও পড়ুন : এরদোগানের প্রশংসায় পঞ্চমুখ ইসলামিক জিহাদ গ্রুপ

তাই এরদোগানের অবমাননাকর এই উক্তিতে প্রচণ্ড চটেছেন ফরাসি প্রেসিডেন্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড