• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে মার্কিন রাষ্ট্রদূতকে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর ২০২০, ০৮:৫৬
ইরাকে মার্কিন রাষ্ট্রদূতকে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবি : আল-জাজিরা)

নিজেদের স্বার্থ সংক্রান্ত কর্মকাণ্ডে সন্ত্রাসবাদী অবস্থা গ্রহণের অভিযোগে ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

এর আগে বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত জবাব হিসেবে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধেও একই পদক্ষেপ নিল তেহরান।

দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রদূত ম্যাথিউ এবং আরও দু’জন মার্কিন কূটনীতিক ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটন, অর্থায়ন ও অনুমোদনের কাজ করছে।

আরও পড়ুন : তুরস্ক বললেই কেবল আর্মেনিয়ায় আক্রমণ বন্ধ করবে আজারবাইজান

বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে জানিয়েছে, বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার, উপরাষ্ট্রদূত স্টিভ ফ্যাগিন এবং ইরাকের আরবিল প্রদেশে নিযুক্ত মার্কিন কনস্যুলার রাব ওয়ালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।

আরও পড়ুন : পাঁচ হাজার মানুষের মৃত্যুর পরও থেমে নেই আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধ

বিবৃতিতে বলা হয়, এখন থেকে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী তৎপরতা, আগ্রাসন কিংবা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড