• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর ২০২০, ০৮:৩৫
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮
বোমা হামলায় আহত শিশুকে উদ্ধার করা হচ্ছে (ছবি : আল-জাজিরা)

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫৭ জন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। দাস্ত-এ বারচি এলাকার ওই ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থীরা থাকে।

ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, হতাহতদের অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সশস্ত্র সংগঠন তালিবানের যোদ্ধারা এরই মধ্যে হামলাটির দায় অস্বীকার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ওই ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা প্রহরীরা তাকে হামলাকারী হিসেবে শনাক্তের পর ওই ব্যক্তি সেখানেই বোমা বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুন : তুরস্ক বললেই কেবল আর্মেনিয়ায় আক্রমণ বন্ধ করবে আজারবাইজান

আফগানিস্তানের সরকারি বাহিনী ও দেশটিতে ক্ষমতার দখল নিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র হামলা চালানো আফগান তালিবানের মধ্যে সম্প্রতি হামলা পাল্টা হামলার ঘটনার আশঙ্কাজনক হারে বেড়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড