• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুরুতর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে অনেক দেশ : ডব্লিউএইচও 

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর ২০২০, ২১:১৪
করোনা
ছবি : সংগৃহীত

উত্তর গোলার্ধের করোনাভাইরাস পরিস্থিতি খুবই উদ্বেগজনক। মহামারি করোনা মোকাবিলার এক মহাসংকটে পড়েছে এই অঞ্চলের দেশগুলো। অনেক বেশি দেশে এখন নতুন সংক্রমণের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছেই। বর্তমান পরিস্থিতি খুবই গুরুতর। এমন কথা বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইউরোপে দশ দিনের মধ্যে দ্বিগুণের বেশি সংক্রমণ শনাক্তের পর শুক্রবার এমন সতর্কবার্তাই উচ্চারণ করেছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই অঙ্গ সংস্থাটি। ইউরোপের দক্ষিণাঞ্চলীয় বেশিরভাগ দেশে চলতি সপ্তাহে দৈনিক সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৮০ হাজার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা কোভিড-১৯ মহামারির এক গুরুতর পরিস্থিতির মধ্যে রয়েছি; বিশেষ করে উত্তর গোলার্ধে। আগামী কয়েক মাস হতে যাচ্ছে আরও কঠিন। কিছু দেশ মারাত্মক এক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। পরিস্থিতি খুবই উদ্বেগের।’

তিনি আরও বলেন, ‘অনেক বেশে দেশে এখন আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে করোনার। এর ফলে হাসপাতালের আসন সংখ্যা পূর্ণ হয়ে যাচ্ছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রেরও একই অবস্থা। অনেক ক্ষেত্রে ধারণক্ষমতার বেশি মানুষ হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন। আর এখনও তো মাত্র অক্টোবর মাস চলছে।’

বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের আহ্বান জানাচ্ছি এই পরিস্থিতি সামলাতে জরুরি ব্যবস্থা নিন, যাতে আরও অকারণে যেসব মানুষের মৃত্যু হবে আগামীতে সেই মৃত্যু যেন আমরা ঠেকাতে পারি। স্বাস্থ্যব্যবস্থা যাতে ভেঙ্গে না পড়ে এর জন্য ব্যবস্থা নিতে হবে আপনাদের। আমি বারবার এ কথাই বলে আসছি।’

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রাদুর্ভাব ছড়ানোর পর ৪ কোটি ২০ লাখ মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে করোনা। প্রাণ কেড়ে নিয়েছে কমপক্ষে ১১ লাখ মানুষের। তবে কোভিড-১৯ নামক মহামারি এই রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যাও তিন কোটির বেশি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড