• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে করোনা, দাবি ম্যাক্রোঁর

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর ২০২০, ১২:৪১
ইমানুয়েল ম্যাক্রোঁ
ইমানুয়েল ম্যাক্রোঁ (ছবি : সংগৃহীত)

ফ্রান্সে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। শুক্রবার দেশটিতে ৪০ হাজারের বেশি নতুন আক্রান্ত ও ২৯৮ জনের মৃত্যু হয়েছে। রাশিয়া, ইতলাতি, পোল্যান্ড ও সুইজারল্যান্ডেও সংক্রমণ বাড়ছে।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, বিজ্ঞানীরা তাকে বলেছেন যে, তারা বিশ্বাস করেন অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত ভাইরাস থাকবে। তবে নতুন করে ফ্রান্সে পূর্ণাঙ্গ বা আংশিক লকডাউন জারি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি।

শুক্রবার রাত থেকে আগামী ছয় সপ্তাহের জন্য ফ্রান্সে মধ্যরাতের কারফিউ জারি করা হয়েছে। গত দশদিনে ইউরোপে দৈনিক সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। মহাদেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ এবং মৃত্যু ২ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ২৩ লাখ ৫১ হাজার ৯২৮। এর মধ্যে ১১ লাখ ৪৭ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে তিন কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯৯৯ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড