• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুধু দাড়ি রাখার অপরাধে বরখাস্ত হতে হলো মুসলিম পুলিশকে

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০২০, ১৪:২৭
ইন্তেসার আলি

দাড়ি রাখার জেরে বরখাস্ত করা হল ভারতের উত্তরপ্রদেশের একজন মুসলিম পুলিশকর্মীকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ এর বাগপত জেলায়। বরখাস্ত হওয়া ওই পুলিশকর্মীর নাম ইন্তেসার আলি।

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ ড্রেস কোডের নিয়ম ভাঙায় উত্তরপ্রদেশের বাগপত জেলার রামলালা পুলিশ স্টেশনের সাব ইনস্পেক্টর ইন্তেসার আলিকে বরখাস্ত করা হয়েছে। ঊর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দাড়ি রাখার জেরে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ড্রেস কোড অনুযায়ী, শিখ সম্প্রদায় ছাড়া অন্য কোনও সম্প্রদায়ের মানুষরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবেন না।

এপ্রসঙ্গে বৃহস্পতিবার বাগপতের পুলিশ সুপার অভিষেক সিং বলেন, ‘গতকাল অনুমতি ছাড়া দাড়ি রাখার জন্য আলিকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে বারবার সতর্ক করার হলেও ড্রেস কোড সংক্রান্ত আইন মানেননি তিনি। এর আগে এই বিষয়ে তাকে শোকজও করার হয়েছিল। তারপরও কোনও ভ্রুক্ষেপ করেননি তিনি। তদন্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই আলিকে বরখাস্ত করা হয়।’

বরখাস্ত হওয়া ওই পুলিশকর্মী ইন্তেসার আলি বলেন, ‘২০১৯ সালের নভেম্বর মাসে দাড়ি রাখার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু, এখনও তার জবাব পায়নি। গত ২৫ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশে কাজ করছি। কিন্তু, এতদিন পর্যন্ত কেউ আমাকে দাড়ি রাখতে বাধা দেয়নি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড