• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ভারতকে দেখুন, কী নোংরা!’

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০২০, ১৪:০৪
‘ভারতকে দেখুন, কী নোংরা!’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আগেও বেশ কয়েকবার ভারত ও চীনকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারেও দূষণ পর্ব নিয়ে দেশ দুটির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্কে অংশ নিয়ে ভারত-চীনকে নোংরা দেশ বলেছেন ট্রাম্প।

এদিন ডিবেটে তিনি বলেন, চীন ও ভারতকে দেখুন, কতটা নোংরা সেখানকার বায়ু। রাশিয়াকে দেখুন.. ওখানকার বায়ুও ভীষণ নোংরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্যারিস অ্যাকর্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা প্যারিস অ্যাকর্ড থেকে বেরিয়ে এসেছি কারণ আমাকে ট্রিলিয়ন ডলার নিয়ে পদক্ষেপ নিতে হত। আর আমাদের সঙ্গে সেখানে খুব বাজে ভাবে ব্যবহার করা হচ্ছিল।

ট্রাম্পের মতে, প্যারিস অ্যাকর্ডের জন্য আমি কোটি কোটি চাকরি, কোম্পানিকে খুইয়ে দিতে পারি না। মূলত এই বার্তার মাধ্যমেই তিনি ফের একবার দূষণ প্রসঙ্গে নিজের প্রশাসনের ভূমিকা স্পষ্ট করেছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন-জার্মানিকে পরাশক্তি বলছে রাশিয়া

বিশ্লেষকদের মতে, এর আগে বহুবার মিডিয়ার সামনে মোদীর সঙ্গে তার সখ্যতার বার্তা দিলেও, ভারতকে নিয়ে বারবার বহু নেতিবাচক মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট। আর সেই পরম্পরা মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফাইনাল ডিবেটেও ধরে রাখলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ সম্পূর্ণ বন্ধ করাও যাবে না, আর যুক্তরাষ্ট্রের ৯৯.৯ শতাংশ মানুষকে সুস্থ করাও সম্ভব নয়। তবে করোনার ভ্যাকসিন দেশে এসে গেছে।

আরও পড়ুন : করোনার চিকিৎসায় রেমডেসিভিরের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

অন্যদিকে পাল্টা এদিন ট্রাম্পের দিকে আঙুল তুলে জো বাইডেন বলেন, যিনি ২.২ মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী, তাকে মসনদে রাখা যাবে না। তার জেরে মার্কিনিদের সামনে শীতের অন্ধকার গাঢ় হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড