• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার চিকিৎসায় রেমডেসিভিরের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০২০, ১৩:১৫
করোনার চিকিৎসায় রেমডেসিভিরের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
করোনার চিকিৎসায় রেমডেসিভিরের অনুমোদন (ছবি : সিএনবিসি)

গিলিয়েড সায়েন্সের ভাইরাস প্রতিরোধী ওষুধ রেমডেসিভিরের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ রোগের চিকিৎসায় হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য দেশটির ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধটির অনুমোদন দেয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) এফডিএর এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ চিকিৎসায় অনুমোদন পাওয়া প্রথম ও একমাত্র ওষুধ হলো রেমডেসিভির। ওষুধটি রোগীর শিরায় দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার করা হয়েছিল।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগে গতকাল ট্রাম্প নিজের নির্বাচনি প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সঙ্গে চূড়ান্ত বিতর্কে অংশ নেন। এই বিতর্কের কয়েক ঘণ্টা আগে রেমডেসিভিরের অনুমোদন দিল এফডিএ।

গত মে মাস থেকে এফডিএর জরুরি অনুমোদনের আওতায় রেমডেসিভির ব্যবহৃত হয়ে আসছিল। এখন তারা ওষুধটিকে আনুষ্ঠানিক অনুমোদনই দিয়ে দিল।

আরও পড়ুন : বিশ্বে করোনায় চার কোটি ১৪ লাখ মানুষ আক্রান্ত

গিলিয়েড জানিয়েছে, তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে রেমডেসিভিরের চাহিদা পূরণ করছে। এরপর বিশ্বব্যাপী সেবা দেওয়া হবে।

অবশ্য গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, তাদের বৈশ্বিক গবেষণায় রোগীদের ক্ষেত্রে রেমডেসিভিরের যথেষ্ট প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি। যদিও ওই গবেষণা এখনো বাইরের গবেষকেরা পর্যালোচনা করেননি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা নিয়ে প্রশ্ন তোলে গিলিয়েড। তাদের দাবি, ওই গবেষণায় ‘পক্ষপাত’ থাকতে পারে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে ২০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘ভেকলারি’ ব্র্যান্ড নামে রেমডেসিভির ওষুধটি বিক্রি হবে, ওষুধটির পাঁচ দিনের চিকিৎসা কোর্সের জন্য খরচ পড়বে ৩ হাজার ১২০ মার্কিন ডলার। তবে সরকারিভাবে কিনতে খরচ হবে ২ হাজার ৩৪০ মার্কিন ডলার।

গিলিয়েড জানিয়েছে, তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে রেমডেসিভিরের চাহিদা পূরণ করছে। আর অক্টোবরের শেষ নাগাদ তারা বৈশ্বিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তাদের এই ওষুধ বিশ্বের প্রায় ৫০টি দেশে অনুমোদন বা সাময়িক অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন-জার্মানিকে পরাশক্তি বলছে রাশিয়া

প্রতিষ্ঠানটির মতে, তারা রেমডেসিভিরের পূর্ণ সম্ভাব্যতা জানতে আরও কাজ করে যাচ্ছে। তারা অন্য ওষুধের সঙ্গে একত্রে রেমডেসিভির ব্যবহার নিয়ে কাজ করছে। এ ছাড়া ইনহেলারের মাধ্যমে ওষুধটি গ্রহণের পদ্ধতি নিয়েও তারা কাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড