• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনা সাবমেরিন ধ্বংসে ভারতের হাতে এখন বিধ্বংসী রণতরী

  আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর ২০২০, ১৪:৫৬
চীনা সাবমেরিন ধ্বংসে ভারতের হাতে এখন বিধ্বংসী রণতরী
সমুদ্রে ভারতের বিধ্বংসী রণতরী (ছবি : প্রতীকী)

এশিয়ার পরাশক্তি চীনকে পেছনে ফেলে ‘ব্লু ওয়াটার নেভি’ অর্থাৎ খোলা সমুদ্রে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠতে চায় ভারত। এবার দেশটির সামরিক শক্তি আরও বাড়িয়ে নৌবাহিনীতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী রণতরী ‘আইএনএস কাভারাত্তি’।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, বুধবার (২১ অক্টোবর) স্টেলথ করভেটটির নৌসেনায় অন্তর্ভুক্তির জন্য বিশাখাপট্টনমের নেভাল ডকইয়ার্ডে একটি অনুষ্ঠান হয়। সেখানে আইএনএস কাভারাত্তির আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করেন স্থলসেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

এই মর্মে একটি বিবৃতিও দিয়েছে ভারতীয় নৌবাহিনী। সেখানে বলা হয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই যুদ্ধজাহাজ। যা দিয়ে প্রতিবেশী রাষ্ট্র চীন ও পাকিস্তানের অত্যাধুনিক সাবমেরিন ধ্বংস করাই মূল লক্ষ্য বলে দাবি বিশ্লেষকদের।

আরও পড়ুন : বাঙালিদের বাংলাদেশি বলে মেঘালয় ছাড়া করার পাঁয়তারা

উল্লেখ্য, ভারতের অভিযোগ জলদস্যু দমনের নামে প্রায়ই ভারত মহাসাগরে ঢু মারছে চীনা রণতরী। লাদাখে কমিউনিস্ট দেশটির আগ্রাসন সাফ বুঝিয়ে দিয়েছে যে কোনোভাবেই সম্প্রসারণবাদী নীতি থেকে পিছু হটবে না বেইজিং। তাই সাগরেও সাগরেও টেক্কা দিতে তৈরি হচ্ছে ভারতীয় নৌ সেনারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড