• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাইভ সাক্ষাৎকারে ভূমিকম্পের কবলে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী (ভিডিয়ো) 

  আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২০, ১৮:১৬
করোনা
ছবি : সংগৃহীত

এক মার্কিন সংবাদমাধ্যমকে লাইভ সাক্ষাৎকার দেওয়ার সময় আকস্মিক ভূমিকম্পের কবলে পড়েছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন ইয়াকবসডটির। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট’কে দেয়া এক সাক্ষাৎকারের সময় এই ঘটনা ঘটে।

৪৪ বছর বয়সী ক্যাটরিন ২০১৭ সাল থেকে আইসল্যান্ডের দায়িত্বে আছেন। মঙ্গলবার দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। এতে রাজধানীর আশপাশের কিছু অঞ্চলে অল্প ক্ষতি হয়েছে। ভূমিকম্পের সময় ক্যাটরিন ছিলেন এক লাইভ অনুষ্ঠানে।

ঘটনার একটি ভিডিও হাজির করেছে রয়টার্স। সেখানে দেখা গেছে, ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলার সময় তার ভবন কেঁপে উঠলে শুরুতে ভয় পেয়ে যান প্রধানমন্ত্রী। তবে কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে প্রশ্নের উত্তর দেন।

করোনাভাইরাস পর্যটন খাতে কী প্রভাব ফেলেছে, তা নিয়ে আলোচনার সময় ভূমিকম্প শুরু হলে ক্যাটরিনের চোখে ভীতির চিহ্ন দেখা যায়। আতঙ্কে তিনি বলে ওঠেন, ‘হায় ঈশ্বর, এটাতো ভূমিকম্প।’ তবে অল্পসময়ের মধ্যেই নিজেকে সামলে নিয়ে একটু এদিক-সেদিক তাকিয়ে বলেন, ‘দুঃখিত, এখন ভূমিকম্প হলো, ।’

ভয় সামলে এর পর হাসতে হাসতে ক্যাটরিন বলেন, ‘এটিই তো আইসল্যান্ড। সম্পূর্ণ ঠিক আছি।’

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড