• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের সিন্ধ

  আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২০, ১৪:৩৮
পাকিস্তান

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের সিন্ধ প্রদেশ। এখন পর্যন্ত নিহত হয়েছে ৩ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা। আহত প্রায় ২০ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা অতি সংকটজনক। এই নাশকতার পিছনে কোনও জঙ্গি গোষ্ঠী রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

সিন্ধ প্রদেশের গুলশান-ই-ইকবালের কাছে মাসকন এলাকার চারতলা বাড়িটি। ওই বাড়ি দ্বিতীয় ও তৃতীয় তলের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। ভেঙেচুরে গিয়েছে এই দুই তলা। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে, কোনও সিলিন্ডারে বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটেছে। যদিও তদন্তকারী দল আসল কারণ জানার জন্য ঘটনাস্থলের তদন্ত করছে। সরকারি বড় আমলারা ঘটনাস্থলে পৌঁছেছে। শোনা যাচ্ছে যে, এই বিস্ফোরণ চারতলা বিল্ডিংয়ের দ্বিতলে হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান যে, বিস্ফোরণ এতো ভয়াবহ ছিল যে, আশপাশের বিল্ডিং গুলো কেঁপে উঠেছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ আলি শাহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড