• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজায় ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

  আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২০, ১৩:৪৮
গাজায় ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের
বিমান হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। এবার নাকি অত্যাধুনিক যুদ্ধবিমানের পাশাপাশি হেলিকপ্টার দিয়েও হামলা চালানো হয়। হামলায় গাজার বেশকিছু কৃষি খামার ভয়ঙ্করভাবে ধ্বংস হয়।

ফিলিস্তিনি মিডিয়ার দাবি, মঙ্গলবার (২০ অক্টোবর) ইসরায়েলি বাহিনী গাজার দেইর আল-বালা এলাকার কৃষি খামারে বিমান থেকে গোলাবর্ষণ করে।

ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েল এবং জেরুজালেম পোস্টের দাবি, গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ করে।

সামরিক সূত্রের বরাতে ইসরায়েলি মিডিয়া জানায়, গাজা থেকে বৃষ্টির মতো রকেট ছোঁড়ার পর ইসরায়েল তার জবাব দিয়েছে। প্রায়ই ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে থাকে।

আরও পড়ুন : ইরানের অর্ধেক দেশ নিয়ে শুরু ভয়ঙ্কর সামরিক মহড়া

এ দিকে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি স্কুল ভবনে আঘাত হানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড