• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আচমকা ভারত সফরে ট্রাম্পের প্রভাবশালী দুই মন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২০, ১২:৫০
আচমকা ভারত সফরে ট্রাম্পের প্রভাবশালী দুই মন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি : এনডিটিভি)

নতুন প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করতে আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রতি চীনের ক্রমবর্ধমান চাপ ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় এই সফরে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক চুক্তি হতে যাচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভারত সফরের কথা ঘোষণা করে মার্ক এসপারের বলেন, এই শতাব্দীতে নিশ্চিতভাবেই ইন্দো-প্রশান্ত মহাসাগরে ভারত আমাদের জন্য সবচেয়ে ভালো অংশীদার। এই সফর নিজেদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে খুবই গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের ধারণা, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে নিজস্ব প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরির জন্য চুক্তি স্বাক্ষরিত হবে। যে নেটওয়ার্ক হবে চীনের বিরুদ্ধে নতুন এক উদ্যোগ।

আরও পড়ুন : চীনকে ঠেকাতে ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রে চার দেশের মহড়া

জানা গেছে, আগামী সপ্তাহে নয়াদিল্লিতে এই সফরের আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।

গত জুন মাসে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গালওয়ান উপত্যকায় চীনের সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘাত বাঁধে ভারতীয় সেনাবাহিনীর। সেখানে ২০ জন ভারতীয় সেনা সদস্য নিহত হন। তখন চীনের পক্ষ থেকেও হতাহতের ঘটনা ঘটে। যদিও তার কোনো সংখ্যা প্রকাশ করেনি বেইজিং।

মূলত সেই ঘটনার জেরে বেশকিছু চীনা অ্যাপের উপরে নিষেধাজ্ঞা আরোপসহ অনেকগুলো নির্মাণ চুক্তিও বাতিল করে মোদী সরকার। সীমান্তেও বড় ধরনের সেনা সমাবেশ করেছে দুই দেশই।

আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কথিত মুসলিমদের ভয়ঙ্কর হুঁশিয়ারি খামেনির

উল্লেখ্য, গত কয়েক বছর আগে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে। যা এখনো বিদ্যমান রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড