• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসলাম বিদ্বেষে বন্ধ হচ্ছে ফ্রান্সের এক মসজিদ

  আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২০, ১২:২৯
ফরাসি মসজিদ

আবারও ইসলাম ধর্মের প্রতি আক্রোশ প্রকাশ করে ফ্রান্সে ১৫০০ মুসলিমের নামাজ পড়ার মসজিদটি বন্ধ করে দিচ্ছে ফরাসি পুলিশ। প্যারিস প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামি মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্ধ করে দেওয়া হবে প্যারিসের একটি মসজিদ।

উল্লেখ্য, স্কুলে পড়ুয়াদের ইসলাম ধর্মের প্রচারক হজরত মুহাম্মদ (স.) এর একটি কার্টুন দেখিয়েছিলেন স্যামুয়েল প্য়াটি নামে এক শিক্ষক। ঘটনার কিছুদিন পরেই খুন হয় ঐ শিক্ষক। প্যারিস পুলিশের তদন্ত বিভাগ মনে করছে, কার্টুন দেখানোর জেরে খুন করা হয় ওই শিক্ষককে।

প্যারিসের যে মসজিদটি বন্ধ করে দেওয়া হচ্ছে সেটি উত্তর-পূর্ব প্যারিসের ঘন বসতিপূর্ণ এলাকায়। পুলিশের দাবি, ওই মসজিদ থেকেই ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। সেই ভিডিয়োয় শিক্ষক স্যামুয়েল প্যাটির বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়। ওই ভিডিয়ো প্রকাশের কয়েকদিন পরেই খুন হন স্যামুয়েল।

ফ্রান্সের ইন্টিরিয়র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্যান্টিনের ওই মসজিদে নামাজ আদায় করতে আসেন ১৫০০ মানুষ। মসজিদটি বুধবার থেকে আগামী ৬ মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড