• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বলিভিয়ায় ফিরছেন মোরালেস!

  আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২০, ১১:১০
বলিভিয়ায় ফিরছেন মোরালেস!
বলিভিয়ার নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস (ছবি : নিউ ইয়র্ক পোস্ট)

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস দেশে ফিরে আসছেন। সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মোরালেস সরকারের সাবেক অর্থমন্ত্রী লুইস আরস ব্যাপকভিত্তিক জয় পাওয়ার পর তিনি নিজের দেশে ফেরার অঙ্গীকার ব্যক্ত করেন।

এরই মধ্যে লুইস আরসের প্রধান প্রতিদ্বন্দ্বী কার্লোস মেসা সোমবার (১৯ অক্টোবর) নিজের পরাজয় মেনে নিয়েছেন। তিনি বলেছেন, ২০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন লুইস এবং এটি তার জন্য সুস্পষ্ট বিজয়।

গত রবিবার (১৮ অক্টোবর) বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এক্সিট পোলে দেখা যাচ্ছে- মোরালেস সরকারের সাবেক মন্ত্রী এবং ঘনিষ্ঠ সহযোগী লুইস আরস শতকরা ৫২ ভাগ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কারলোস পেয়েছেন শতকরা ৩১.৫ ভাগ ভোট। কয়েক দিনের মধ্যেই সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আরস তার এই বিজয়কে ‘গণতন্ত্রে প্রত্যাবর্তন’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন : ইরানের অর্ধেক দেশ নিয়ে শুরু ভয়ঙ্কর সামরিক মহড়া

২০১৯ সালে মার্কিন পরিকল্পনায় বলিভিয়ার সামরিক বাহিনী এবং বিরোধী রাজনীতিবিদদের মাধ্যমে ক্যু করে ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি বর্তমানে আর্জেন্টিনায় নির্বাসনে রয়েছেন।

আরও পড়ুন : মুক্ত করা ২৪ গ্রামে পতাকা উড়াল আজারবাইজান (ভিডিয়ো)

বুয়েন্স আয়ার্সে তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন, আজ হোক কিংবা কাল আমরা বলিভিয়ায় ফিরছি, এ নিয়ে কোনো বিতর্ক নেই। এটি এখন সময়ের ব্যাপার মাত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড