• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মালিকানা দাবি যুক্তরাষ্ট্রের

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০২০, ০৮:৩৪
অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মালিকানা দাবি যুক্তরাষ্ট্রের
আক্রমণের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র (ছবি : প্রতীকী)

উত্তেজনা বাড়িয়ে এবার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মালিকানা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। শুক্রবার (১৬ অক্টোবর) ফ্লোরিডার এক নির্বাচনি সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প দাবিটি করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমাদের প্রশাসন মার্কিন সামরিক শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী রাখার জন্য কাজ করছে। আপনারা যে খবরটি শুনতে চান সেটি হচ্ছে- আমাদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে।

তার মতে, ওবামা প্রশাসনের সময় আমাদের প্রযুক্তি অন্যরা চুরি করছিল বলে সে সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়নি কিন্তু এখন আমাদের দখলে সে ক্ষেপণাস্ত্র আছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের চোখের সামনেই উঠে গেল ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা

এর আগে বছরের মে মাসেও ডোনাল্ড ট্রাম্প হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা বলেছিলেন। সে সময় তিনি অত্যাধুনিক এ ক্ষেপণাস্ত্রকে সুপার-ডুপার বলে আখ্যা দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, বর্তমানে আমেরিকার হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে দশগুণ গতি সম্পন্ন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন : ইয়েমেনের সবচেয়ে বড় বন্দি বিনিময় সম্পন্ন, সৌদির মাথায় হাত

ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে দাবিটি করেছেন, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন তা এখনো নিশ্চিত করেনি। এর ১০দিন আগে রাশিয়া সমুদ্র থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড