• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান পুলিশ সদর দপ্তরে গাড়িবোমা হামলা, নিহত ১২

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর ২০২০, ২২:০৯
করোনা
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে পুলিশের এক সদর দপ্তরকে লক্ষ্য করে এক গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন, আহত শতাধিক।

আলজাজিরা জানায়, ঘোর প্রদেশের রাজধানী শহর ফিরোজ খো’তে এ গাড়ি বোমা হামলা চালানো হয়।

স্থানীয় সময় রবিবার সকাল ১১টায় ঘোর পুলিশ সদর দপ্তরের সামনে গাড়িবোমাটি বিস্ফোরিত হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি মোটর গাড়ি দিয়ে এ হামলা চালায়। এতে ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একশ জনেরও বেশি।

ঘোর হাসপাতালের প্রধান মোহাম্মদ ওমর লালজাদ বলেন, জরুরি বিভাগে কয়েক ডজন আহতদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হাসপাতালের কর্মকর্তা জুমা গুল ইয়াকুবি বার্তা সংস্থা এএফপিকে জানান, হতাহতের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড