• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুদ্ধবিরতি লঙ্ঘনে পরস্পরকে দুষছে আর্মেনিয়া-আজারবাইজান

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর ২০২০, ১৯:২৮
করোনা
ছবি : সংগৃহীত

উত্তপ্ত নাগর্নো-কারাবাখে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণের মাধ্যেই তা আবার ভেঙ্গে পড়েছে৷ যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দোষারোপ করছে আর্মেনিয়া ও আজারবাইজান৷

শনিবার মধ্যরাতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরত কার্যকর হয়েছিল৷ আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুসান স্টেপানিয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেল ও রকেট হামলা করে আজারবাইজান৷

‘‘তারা আবারো যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে৷ তারা আর্টিলারি শেল ও রকেট নিক্ষেপ করেছে,'' বলেন সুসান৷

অন্যদিকে আজারবাইজানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য আর্মেনিয়াকে দায়ী করা হয়েছে৷ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আর্মেনিয়া সেনারা মর্টার শেল ও আর্টিলারি নিক্ষেপ করেছে৷

তবে নতুন এ হামলার ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷

তার আগে এক যৌথ বিবৃতিতে শনিবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এমন ঘোষণা দেয় দুই দেশ৷

২৭ সেপ্টেম্বর থেকে রাশিয়ার মিত্র আর্মেনিয়া ও তুরস্কের মিত্র আজারবাইজানের মধ্যে নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাত চলছে৷ সংঘাতের ফলে এখন পর্যন্ত অন্তত ৭৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড