• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা মোকাবিলায় মোদীর চেয়ে ইমরানকে সফল বলছেন রাহুল গান্ধী

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর ২০২০, ১২:০৬
করোনা মোকাবিলায় মোদীর চেয়ে ইমরানকে সফল বলছেন রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি : জিও নিউজ)

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৮৯৮ জনে। রবিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৪ হাজার ৬২৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ২১৭ জন।

এমন পরিস্থিতিতে মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সফল বলে দাবি করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তার দাবি, করোনা মহামারি মোকাবেলায় ভারতের চেয়ে বেশি সফলতা দেখিয়েছে আফগানিস্তান ও পাকিস্তান।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টাইমসের বরাতে পাক মিডিয়া জিও নিউজ জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলন করে রাহুল গান্ধী এই দাবি করেন। তার মতে, পাকিস্তান ও আফগানিস্তান নিজ নিজ দেশের করোনা পরিস্থিতি ভারতের চেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে।

আরও পড়ুন : পাক জেনারেলের জুতা পলিশ করে প্রধানমন্ত্রী হন নওয়াজ শরীফ!

এ সময় তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ কর্তৃক প্রকাশিত বিভিন্ন দেশের অর্থনৈতিক গ্রাফ নিয়েও কথা বলেন রাহুল। ভয়াবহ শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আগামীতে ভারত ১০ দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক সংকোচনের মুখে পড়বে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড