• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে বিক্ষোভের মুখে ইমরানের সরকার

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০২০, ১৫:৪৫
করোনা
ছবি : সংগৃহীত

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পড়তে যাচ্ছে পাকিস্তানের ক্ষমতাসীন ইমরান খান নেতৃত্বাধীন সরকার। দেশটির পাঞ্জাব প্রদেশে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এর সমাবেশের আগে এই রক্তক্ষয়ী প্রতিবাদের মুখে পড়তে পারে বর্তমান সরকার।

এরই মধ্যে পাকিস্তানজুড়ে একের পর এক আন্দোলনের মুখোমুখি ইমরান সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটির মূল বিরোধীদলগুলো জোট গঠন করেছে। এ জোটের নাম দেওয়া হয়েছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। তারা ইমরান সরকারের পদত্যাগের দাবিতে তিন পর্যায়ের আন্দোলনের রূপরেখা ঘোষণা করেছে।

এই আন্দোলনের অংশ হিসেবে দেশটির রাজপথে নেমে এসেছে নারী বিক্ষোভকারীরা। কিন্তু বিক্ষোভরত নারীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে দেশটির পুলিশ, যা দেশব্যাপী ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ইস্যুকে কেন্দ্র করেই পাঞ্জাবে পিএমএলএন-এর সমাবেশের আগে রক্তক্ষয়ী আন্দোলনের মুখে পড়তে যাচ্ছে ইমরান খান সরকার।

জানা গেছে, ইমরান খান সরকার ও দেশটির সেনাবাহিনী পাঞ্জাবে কোনওভাবেই সমাবেশ করার অনুমতি দিতে চাচ্ছে না। ওই সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ।

সম্প্রতি দুর্বার আন্দোলনের মাধ্যমে আসছে জানুয়ারির আগেই ইমরান খান সরকারকে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন মরিয়ম নওয়াজ।

এর আগে দেশটির করাচি, আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানেও ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে ইমরান খান সরকার।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড