• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় ভয়ঙ্কর সামরিক ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০২০, ১০:২৭
সিরিয়ায় ভয়ঙ্কর সামরিক ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা সদস্যরা (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার তেল সমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে আরও একটি ভয়ঙ্কর সামরিক ঘাঁটি তৈরি করছে আমেরিকা। দেশটির তেল সম্পদ কব্জা করার পরিকল্পনা হিসেবেই মার্কিন বাহিনীর এই পদক্ষেপ বলে দাবি ইরানি মিডিয়া পার্সটুডের।

স্থানীয় সূত্রের বরাতে রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থার আরবি বিভাগ জানিয়েছে, সিরিয়ার বিশাল বাদিয়া মরুভূমিতে এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা হচ্ছে। গত কয়েকদিন আগেই সেখানে নির্মাণ সামগ্রী নেওয়া হয়েছে।

সূত্রগুলো বলছে, ভয়ংকর ওই সামরিক ঘাঁটির রসদ সরবরাহ যাতে নিরাপদ করা যায় সে জন্য সেখানে সবার আগে বিমান ওঠানামার জন্য রানওয়ে তৈরি করা হচ্ছে।

স্থানীয় সূত্রগুলো আরও জানিয়েছে, ঘাঁটির নিরাপত্তা রক্ষার জন্য সেখানে কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) গেরিলাদেরও মোতায়েন করা হয়েছে। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে আমেরিকা।

আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করতে সৌদিকে কেন চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র?

বিশ্লেষকদের মতে, নতুন এ ঘাঁটির নির্মাণ কাজ শেষ হলে দেইর আয-যোর প্রদেশে আমেরিকার চারটি সামরিক ঘাঁটি হবে। এর প্রতিটি ঘাঁটিই সিরিয়ার তেল ও গ্যাসক্ষেত্রের কাছে প্রতিষ্ঠিত।

আরও পড়ুন : গোপনে চীনের সঙ্গে আলোচনা চালাচ্ছে দিশেহারা ভারত

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, শুধুমাত্র সিরিয়ার তেল সম্পদের জন্য সেখানে মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড